গণ-ইফতার কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ
Share on:
ফেনী সরকারী কলেজে গণ-ইফতার কর্মসূচিতে ছাত্রলীগের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, বারবার ইফতার মাহফিলে হামলা চালিয়ে ছাত্রলীগ শুধু ছাত্রসমাজের বিপরীতে অবস্থান নেয়নি; বরং ইসলামের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে।
গতকাল (১৮ মার্চ) ফেনী সরকারী কলেজ মাঠে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণ-ইফতার কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। ফেনী সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি নোমান হাবিব ও ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপুর নেতৃত্বে রোজাদার শিক্ষার্থীদের ব্যাট ও স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পেটায় ছাত্রলীগ সন্ত্রাসীরা! এতে অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা রোজাদার শিক্ষার্থীদের ওপর এমন বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, “প্রশাসনের মদদে ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাসে অবাধে অনৈতিক কার্যকলাপের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ধ্বংসে মাদক, অস্ত্রবাজি, উচ্ছৃঙ্খল আচরণ ও অশালীন অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে।
সম্প্রতি আমরা লক্ষ করেছি, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ইফতার মাহফিলে বাধা প্রদান করে আসছে। অথচ ইসলামচর্চা প্রতিটি মুসলিমের একটি সাংবিধানিক অধিকার৷
শুধু ফেনী সরকারী কলেজ নয়, ছাত্রলীগ যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী বিধিবিধান পালন করতে দেখলেই হিংস্র পশুর মতো হামলে পড়ছে। এটা কোনো মুসলমান বা মুসলমানের সন্তানের আচরণ হতে পারে না। ইসলামপ্রিয় ছাত্রজনতা এমন ইসলামবিরোধী ঘৃণ্য কর্মকাণ্ড কিছুতেই মেনে নেবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, এমনিতেই ছাত্রসমাজের কাছে ছাত্রলীগ সন্ত্রাস আর ঘৃণার প্রতীক। ছাত্রলীগের এমন ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড ছাত্রলীগের প্রতি জনগণের ঘৃণার নতুন মাত্রা যোগ করবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম চর্চা প্রতিটি মুসলিমের সাংবিধানিক অধিকার এবং এ অধিকার চর্চায় সর্বস্তরের ছাত্রজনতা দৃঢ়প্রতিজ্ঞ। ইসলামবিদ্বেষী ছাত্রলীগের এমন বাধা ইসলাম চর্চায় ছাত্রজনতাকে আরো উদ্ধুদ্ধ করবে, ইনশাআল্লাহ।
অবিলম্বে ফেনী সরকারী কলেজে হামলাকারী চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ছাত্রসমাজের যেকোনো ন্যায্য ও শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রশিবিরের সমর্থন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
প্রেস বিজ্ঞপ্তি//এমএইচ