কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫০
Share on:
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জন মারা গেছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। তবে তালেবান সরকার ১০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
স্থানীয় সময় শুক্রবার (২৯ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। পবিত্র রমজান মাসে দেশটিতে সাধারণ মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটল।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ডেপুটি মুখপাত্র বেসমুল্লাহ হাবিব বলেন, কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে।
জানা যায়, রমজানের শেষ শুক্রবার, জুমার দিন উপলক্ষে শত শত মুসল্লি অংশ নিয়েছিলেন নামাজে। নামাজের শেষ সময়ে বিস্ফোরণের এ ঘটনা।
মসজিদের প্রধান সাইদ ফাজিল আঘা বলেন, ধারণা করা হচ্ছে আত্মঘাতী কোনো হামলাকারী অংশ নিতে পারেন নামাজে। তিনি বলেন, আমি বেঁচে গেছি, কিন্তু স্বজন হারিয়েছি। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
সূত্র: আল-জাজিরা
এইচএন