বিশ্বকাপে টপলির বদলি নিল ইংল্যান্ড
Share on:
বিশ্বকাপটা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। চ্যাম্পিয়ন হিসেবে ভারতে খেলতে এসে একের পর এক প্রতিপক্ষের কাছে হার দেখতে হচ্ছে তাদের। চার ম্যাচ শেষে এখন পর্যন্ত তাদের জয় কেবল একটিতে। বড় ব্যবধানের হারের কারণে পয়েন্ট টেবিলেও আছে তলানির দিকে। ১০ দলের মাঝে ইংলিশদের অবস্থান ৯ম স্থানে। এমন দুরাবস্থার মাঝে নির্ভরযোগ্য পেসার রিস টপলি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
তার বদলি হিসেবে ব্রাইডন কার্সকে দলে নিয়েছে ইংল্যান্ড। সোমবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চত করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা জানিয়েছে, ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডে এই পরিবর্তনের অনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
বিশ্বকাপে ইংলিশদের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন টপলি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৮ উইকেট শিকার করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত শনিবারের ম্যাচে নিজের নবম ওভারে পঞ্চম বল করতেই বাঁ-হাতের তর্জনিতে (বুড়ো আঙুলের পরেরটা) আঘাত পান তিনি। এরপর মাঠ ছেড়ে উঠে যান। সেই সঙ্গে শেষ হয়ে যায় বিশ্বকাপও।
টপলির বদলি হিসেবে দলের সঙ্গে ভারতে থাকা জোফরা আর্চারের নাম ঘোষণার সম্ভাবনা থাকলেও ইংল্যান্ডের কোচ ম্যাথু মট তা আগেই উড়িয়ে দিয়েছেন। টপলির পরিবর্তে সুযোগ পাওয়া ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার ব্রাইডন ইংল্যান্ডের হয়ে ১২টি ওয়ানডে খেলেছেন।
এনএইচ