সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ করা হবে কিনা, যা জানালেন পাপন
Share on:
দেশের স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সেরা কোচ কে, এমন প্রশ্নের জবাবে সবাই যে নামটি আগে বলবেন সেটি হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
বিপিএলে এই কোচের হাত ধরেই উঠে এসেছে আলিস আল ইসলাম, তাওহীদ হৃদয়রা। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের সবচেয়ে সফল কোচও তিনি। কুমিল্লার সফল এই কোচকে ভবিষ্যতে জাতীয় দলের কোচ করা হবে কিনা, এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রংপুর-কুমিল্লার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন বিসিবি সভাপতি। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সালাউদ্দিনকে কোচ করা ইস্যুতে বিসিবি বস বলেন, ‘আমরা তো বিজ্ঞাপন দিয়েছিলাম। এ কারণেই দিয়েছিলাম আসলে কারা কারা আগ্রহী। আমার যতদূর জানি, যাদের নাম মিডিয়াতে এসেছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কিন্তু তারা কোনো আগ্রহ প্রকাশ করেনি। আগ্রহী না হলে তো আনা যায় না। কারা আবেদন করেছে কারা করেনি, আপনারা জানেন।’
স্থানীয় কোচরা যদি মানসম্পন্ন হয় তাহলে বিসিবি অবশ্যই বিবেচনা করবে বলে জানান পাপন। তিনি বলেন, ’স্থানীয় কোচ কেউ যদি আগ্রহ প্রকাশ করে এবং আমরা মনে করি ওই মানের তাহলে অবশ্যই বোর্ডের বিবেচনা করাই উচিৎ।’
এর আগে, সালাউদ্দিনের প্রশংসা করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইংলিশ ক্রিকেটার মঈন আলী বলেছিলেন, ‘দলের দিক থেকে সালাউদ্দিন আমার খেলা বিশ্বের অন্যতম সেরা কোচ। তরুণদের জন্য তিনি দারুণ কোচ। নিঃসন্দেহে বাংলাদেশের সেরা কোচ, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি অবাক হয়েছি তিনি বাংলাদেশের হেড কোচ না। আমি নিশ্চিত না তিনি কখনো ছিল কী না। কিন্তু সে অন্যতম সেরা কোচ, সেরা পাঁচের মধ্যে আছে।’
এনএইচ