tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলাধুলা প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২৩, ০৯:৫৫ এএম

সাকিবের প্রতি আর কোনো সম্মান নেই: ম্যাথিউস


timed-ou

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ঝাঁঝ যেন আঁচড়ে পড়ছিল সংবাদ সম্মেলনে। এর আগে মাঠের খেলায় শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ।


ম্যাচ হারলেও লঙ্কানদের জন্য কাঁটার আঘাত হয়ে আসে ম্যাথিউসের টাইমড আউট হওয়াটা। মাঠে ঢুকে হেলমেটের সমস্যায় দুই মিনিটের মধ্যে বল মোকাবিলা না করতে পারায় আম্পায়ার আউট দেন তাকে।

এমন আউট কোনোভাবেই মেনে নিতে পারেননি ম্যাথিউস। যেটার ক্ষোভ তিনি ঝাড়লেন সংবাদ সম্মেলনে।

ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব ও বাংলাদেশের প্রতি সব সম্মান শেষ হয়ে গেছে বলেও জানান ম্যাথিউস। ‘আজকের আগ পর্যন্ত সাকিব ও বাংলাদেশের প্রতি আমার সম্মান ছিল। অবশ্যই আমরা জেতার জন্য খেলি এবং আইনে থাকলে আমার সমস্যা নাই। কিন্তু আমি দুই মিনিটের ভেতরেই সেখানে উপস্থিত ছিলাম। আমি প্রমাণ নিয়েই এই কথা বলছি। যখন ক্যাচ ধরা হয় সঙ্গে সঙ্গেই আমি ক্রিজে আসি।’

এটা ম্যাথিউসের নিজের করা কোনো সমস্যা না বলেও বারবার নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, 'আমরা সবাই খেলোয়াড়দের নিরাপত্তার কথা বলি। আমার কি তাহলে হেলমেট ছাড়াই মাঠে নামা উচিত ছিল? আম্পায়ারদের ভূমিকা ছিল এটা আরো যাচাই করার। এমনকি উইকেটরক্ষকও হেলমেট খোলেনি। এটা পুরোটাই মানসিক চিন্তার বিষয়। এটা পুরোটাই হেলমেটজনিত সমস্যায় ঘটেছে।'