tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১০ জানুয়ারী ২০২২, ১৭:২২ পিএম

উপযুক্ত প্রার্থী নেই, নাসিক নির্বাচনে মনোনয়ন দেয়নি জাপা


জাপা.jpg

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ( নাসিক) নির্বাচনে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় জাতীয় পার্টি-জাপা কাউকে দলীয় সমর্থন দেয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ( নাসিক) নির্বাচনে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় জাতীয় পার্টি-জাপা কাউকে দলীয় সমর্থন দেয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এসময়  দলের নেতারা কেন তৈমুর আলমের পক্ষে কাজ করছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমরা তৈমুর আলমকে মনোনয়ন দেইনি।

যে সকল নেতা কর্মীরা তার হয়ে কাজ করছে তাদেরকে আমরা দলীয়ভাবে সতর্ক করেছি।

অপরদিকে টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচন সহ সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবীতে সোমবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের একথা বলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করে চুন্নু বলেন দেশে সুষ্ঠু নির্বাচন তখনই সম্ভব যখন ক্ষমতাসীন দল সুষ্ঠু নির্বাচন চায়।

আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় আসন্ন টাঙ্গাইল ৭ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমদের সংশয় রয়েছে।

জাপা মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার।

এইচএন