tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০২ অক্টোবর ২০২৩, ১৪:৪৩ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


bdd-2023

আসন্ন ভারত বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।


প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর আজ জয় দিয়ে শেষ করতে চায় টিম টাইগার্স।

সোমবার (২ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আসামের গুয়াহাটিতে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচটিতে হানা দিতে পারে বেরসিক বৃষ্টি।

ইতোমধ্যে ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হানা দিয়েছে বৃষ্টি, ফলে পরিত্যাক্ত হয়েছে ম্যাচগুলো। তাই মূল খেলা শুরু হওয়ার আগে দলগুলো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগও পাচ্ছে কম। এমনকি আজকের বাংলাদেশ ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা।

গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা থাকলেও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিন প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। টপ অর্ডারের দৃঢ়তায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল টাইগাররা। যদিও গোড়ালির ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং করেননি নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানও।

তবে আজ ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এমনকী সাকিবের অবর্তমানে দলের নেতৃত্বভারও সামলাবেন তিনি।

এমবি