tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪১ এএম

রাজবাড়ীতে সেনাবাহিনীর সহযোগিতায় টাস্কফোর্সের বিশেষ অভিযান


rajbari-20241105113540

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ীতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে ‘বিশেষ টাস্কফোর্স’ টিম। এতে সার্বিক সহযোগিতা করেছে সেনাবাহিনী।


সোমবার (৪ নভেম্বর) বিকেলে জেলার ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারিফ-উল-হাসানের নেতৃত্বে সদর উপজেলার বানীবহ সবজি বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন জানান, বিকেল ৫টার দিকে বানীবহ সবজি বাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে ‘বিশেষ টাস্কফোর্স’ টিম। এ সময় প্রতিটি সবজি ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে কি না তা যাচাই করা হয়। একইসঙ্গে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ‘বিশেষ টাস্কফোর্স’ টিমের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অপরদিকে, রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স কমিটির অপর এক অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (মেয়াদোত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধ) ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে (খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধ) বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি বাজারের সরকার স্টোরকে ৩ হাজার টাকা, বালিয়াকান্দি বাসস্ট‌্যান্ডের আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা ও রনবীর স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে আমাদের এই টাস্কফোর্সের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।