বাইতুল মোকাররমের সামনে চলন্ত বাসে আগুন
Share on:
রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) সকাল নয়টার দিকে শিকড় পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বাসের যাত্রী মনোয়ার হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “গাড়ি রানিং থাকা অবস্থায় আমরা শুনি যাত্রীরা চিৎকার করে উঠে আগুন আগুন বলে। এরপর আমরা গাড়ি থেকে নেমে যাই। তখন নারী, শিশুসহ ৭-৮ জন যাত্রী ছিল।”
বাসের চালক মোহাম্মদ হালিম বলেন, “পল্টন থেকে কয়েকজন যাত্রী তুলছিলাম। গুলিস্তানে আসার পরেই হঠাৎ দেখি গাড়িতে ধোঁয়া। তখন বাস থামাইয়া নাইমা যাই।”
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আলম বলেন, “চোখের সামনে আগুন জ্বলে উঠতে দেখলাম। কে কীভাবে লাগাইলো তা দেখি নাই, কিন্তু দেখলাম কালোধোঁয়া বের হচ্ছে আর যাত্রীরা চিৎকার দিয়া বাইর হইতাছে। এক নারী বাচ্চা নিয়ে নামতে গিয়ে পায়ে ব্যাথাও পাইছে।”
রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় কম। ব্যক্তিগত বাহনের উপস্থিতিও অনেক কম দেখা গেছে।