tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
গণমাধ্যম প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২৩, ২০:৫৯ পিএম

সত্য লিখলে পত্রিকা বন্ধ করে দেওয়া হয়: শহিদুল ইসলাম


Sohidul-13.11.23

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেছেন, আমরা সত্য কথা লিখতে পারছি না। লিখতে গেলে মামলা, হামলা ও গুমের স্বীকার হতে হয়।


সত্য প্রকাশ করলে সাংবাদিকদের হত্যা করা হয়। আমরা এর বিচার চাই। বন্ধ মিডিয়া খুলে দেয়া ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

দৈনিক দিনকাল ও দিগন্ত টিভিসহ বন্ধ মিডিয়া খুলে দেয়া, সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ডিইউজে'র চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এসব কথা বলেন তিনি। সোমবার (১৩নভেম্বর ) জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি হাইকোর্টের সামনে কদম ফোয়ারা, তোপখানা রোড, পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

ডিইউজে'র সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের উপস্থাপনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ডিইউজে'র সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বিএফইউজের সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম কাগজী, ডিইউজে'র সহ সভাপতি রাশেদুল হক, যুগ্ন সম্পাদক দিদারুল আলম দিদার, নির্বাহী পরিষদ সদস্য তালুকদার রুমি প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক, আক্তার হোসেন, এম বদিউজ্জামাল, বিএফইউজের নির্বাহী সদস্য জাকির হোসেন, ডিইউজের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী পরিষদ সদস্য নিজাম উদ্দিন দরবেশ, এম মোশাররফ হোসাইন, রাজু আহমেদ, ফকরুল ইসলাম, সাবেক দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, সাবেক নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আল আমিন, সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, আলী মামুদ, শেখ তাজুল ইসলাম, রাসেল আহমেদ, মিয়াজী সেলিম, তালুকদার বেলাল, একেএম ওয়াজেদ, সর্দার আবদুল মতিন, আলম চৌধুরী, মিজানুর রহমান, হুমায়ুন কবির, আলমগীর হোসেন, লিপি সরকার খলিল মৃধা,প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, আওয়ামী লীগ গনতন্ত্রের নামে দেশের সম্পদ লুটপাট করছে। ২৮ তারিখের সমাবেশে নারকীয় তান্ডব চালিয়ে সরকার উল্টো অপপ্রচার ও মিথ্যাচার করছে। গনতন্ত্র পুনরুদ্ধার ও সাংবাদিক নির্যাতনের বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।দিনকালসহ সকল বন্ধ মিডিয়া চালু না হওয়ার পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।