tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:৫৫ পিএম

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত ৪


6

কুমিল্লার খিলার ভুষুরিয়া এলাকার একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।


নিহতরা হলেন : অটোরিকশার যাত্রী মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৬৫), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাবিব (২২), লাকসাম উপজেলার খিলা ইউনিয়নের ভরণীখন্ড গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মইফুল বেগম (৩৫) এবং অটোরিকশা চালক উত্তর হাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার।

স্থানীয়রা জানান,নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন খিলার ভুষুরিয়া এলাকার টুগুরিয়া রেল ক্রসিংয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও কয়েকজন।

ওসি জসিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আহত কয়েকজনকে স্থানীয় লোকজনরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরিবারের সদস্যরা আসলে নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

এন