আকাশী-নীলে মেসির যত গোল
Share on:
কাতার বিশ্বকাপ দিয়ে নিজের সাফল্যের বৃত্ত পূরণ করলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তাই ৩৯ বছর বয়সে আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই। এমনকি তা কয়েকদিন আগে জানিয়েও দিলেন।
নামটা যেহেতু মেসি, তাই তার না খেলা নিয়ে ভক্তদের আক্ষেপ জাগাটাই স্বাভাবিক। তবে আক্ষেপ থাকলেও মেসি তার ভক্তদের দিয়ে গেছেন নিজের সেরাটা।
আর্জেন্টিনার আকাশী-নীল জার্সিতে ১৭৫ ম্যাচে করেন ১০৩ গোল। আর্জেন্টিনার হয়ে মেসি প্রথম গোল করেন ২০০৬ সালের মার্চে ক্রোয়েশিয়ার সাথে।
এক ম্যাচে সবচেয়ে বেশী গোল করার রেকর্ড রয়েছে বলিভিয়ার বিপক্ষে। এই ম্যাচে আট গোল করেছেন লিওনেল মেসি। পরের অবস্থানে যৌথভাবে আছে ইকুয়েডর ও উরুগুয়ে। এই দুই দলের বিপক্ষে ছয় গোল করার রেকর্ড রয়েছে।
তবে কাতার হলো একমাত্র প্রতিপক্ষ যাদের সাথে দুই ম্যাচ খেলেও কোনো গোল পাননি ফুটবলের এই মহাকতারকা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে করেন ২৮ গোল। ফুটবল বিশ্বকাপ ও কোপা আমেরিকায় করেছেন সমান ১৩ গোল করে। আর ৪৯ গোল করেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে।
এন