tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৩, ১৭:২৮ পিএম

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের সাহিত্যিক জন ফসে


টাইম নিউজ noble

নোবেল সাহিত্য পুরস্কার ২০২৩ পেয়েছেন নরওয়ের জন ফসে। গত বছর সাহিত্যে নোবেল পান ফরাসি লেখক অ্যানি আরনো।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা।

১৯৫৯ সালে নরওয়েতে জন্মগ্রহণকারী জন ফসে তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য স্বীকৃতি পেয়েছেন। নোবেল একাডেমি বলেছে, তার গদ্য ও নাটক যা বলা যায় না তার কণ্ঠ দেয়।

নোবেল কমিটির চেয়ারম্যান বলেন ফসে তার নরওয়েজিয়ান পটভূমির ভাষা এবং প্রকৃতির মধ্যে একটি শিকড় মিশ্রিত করেন।

এনএইচ