গাজী টায়ার্সের কারখানায় কোনো মৃতদেহ নেই: ফায়ার সার্ভিস
Share on:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে যাওয়া গাজী টায়ার্স কারখানার বেসমেন্টে কোনো মৃতদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক আনোয়ারুল হক।
আজ বৃহস্পতিবার ওই কর্মকর্তা জানান, "তদন্ত কমিটি ও বুয়েটের একটি প্রতিনিধি দলসহ বিশেষজ্ঞদের একটি দল নিশ্চিত করেছে যে ভবনের উপরের তলাগুলি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল। যার কারণে নিরাপদে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে, ফায়ার সার্ভিস বেসমেন্ট এলাকায় ব্যাপক অনুসন্ধান চালিয়েছে, কিন্তু কোনো মৃতদেহ পাওয়া যায়নি।"
তিনি আরও বলেন, "ড্রোনের ফুটেজেও কোনো মৃতদেহের প্রমাণ পাওয়া যায়নি।"
আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক রকিব আহসান জানান, তিন দিন ধরে চলা আগুনে ভবনের দেয়াল, মেঝে ও বিমগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক তলা ধসে পড়া এবং ছাদের অংশ ঝুলে থাকার কারণে এই ভবনটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।
এদিকে স্থানীয়রা দাবি করেছেন, আগুন লাগার পর প্রায় ১৭৩ জন নিখোঁজ রয়েছেন এবং নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়রা কারখানা ভবনের সামনে জড়ো হয়েছেন।
তবে, কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে যে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে কেউই কারখানার শ্রমিক ছিলেন না, বরং তারা লুটপাটের ঘটনা বা অন্যান্য কারণে ওই স্থানে প্রবেশ করতে পারেন।
এফএইচ