tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:১২ পিএম

করোনায় আরও ৩৬ মৃত্যু


করোনা১.jpg

করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৩৫৯ জন।


করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৩৫৯ জন।

এ পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা ২৮ হাজার ৫৬০ জন এবং আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গতকাল শুক্রবার ৩০ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের হিসেবে, চব্বিশ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৩। করোনায় নতুন করে মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী।

ঢাকা বিভাগে মারা গেছেন ২৫ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ৩, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

সারা দেশে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

সারা দেশে ৩৪ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৭৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট এক কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হলো।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এইচএন