tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২২, ২১:৫৯ পিএম

ইউক্রেনে ফের পুরোদমে রুশ হামলা শুরু


im-534096

ইউক্রেনে ফের পুরোদমে হামলা শুরু করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির পিস ফর্মুলা প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পরই হামলা জোরদার করল মস্কো।


বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেন। খবর আলজাজিরার।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ‘শান্তি তত্ত্ব’ (পিস ফর্মুলা) প্রত্যাখান করেছে রাশিয়া। ল্যাভরভের মতে, প্রকৃত শান্তি আলোচনার জন্য ইউক্রেন এখনো প্রস্তুত নয়।

ল্যাভরভ বলেন, ইউক্রেন চায় পশ্চিমাদের সহায়তায় রাশিয়াকে পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়া থেকে বিতাড়িত করতে। তবে এটা কেবল ভীমরতি।

ইউক্রেন যুদ্ধ এগারো মাসে গড়ালেও মস্কো ও কিয়েভ এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। শুরুর দিকে কয়েক দফা বেলারুশ ও তুরস্কে শান্তি আলোচনায় বসলেও সেসব থেকে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি দুই দেশের নেতারা।

এন