tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৫ এপ্রিল ২০২৩, ১৫:১১ পিএম

মুশফিকের সেঞ্চুরিতে বড় লিডে


মুশি

একের পর এক সমালোচনা তাকে নিয়ে। মিস্টার ডিফেন্ডেবল মিশুকে সমালোচনার যেন শেষ নেই। বয়স বেড়ে গেছে। ব্যাটিং ভুলে গেছেন। এসব নানা সমালোচনায় জর্জরিত হয়ে টি-টোয়েন্টি ছেড়ে দিয়েছেন আগেই। এবার হয়তো ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাবেন কিছুদিনের মধ্যে। কিন্তু মুশফিকুর রহিম তার আগে বুঝিয়ে দিয়েলেন, তাকে নিয়ে হওয়া সমালোচনা অনর্থক। তিনি এর চেয়েও অনেক ভালো।


ব্যাট হাতে সমালোচনার জবাব দিয়ে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিলো, তখন হাল ধরেন মুশফিক এবং সাকিব। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১৫৯ রানের বিশাল জুটি।

৮৭ রান করে সাকিব আউট হয়ে গেলেও মুশফিক নিজের ইনিংসটাকে নিয়ে গেলেন তিন অংকের ঘর পর্যন্ত। ১৩৫ বলে ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি পূরণ করেছেন মুশফিকুর রহিম।

১৩ চার ও এক ছক্কায় এসেছে সেঞ্চুরি পূর্ণ করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। বাংলাদেশের হয়ে তারচেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হকের (১১)। তামিম ইকবাল শতরানের দেখা পেয়েছেন দশবার। এখন তার সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি মিস্টার ডিফেন্ডেবলের।

প্রায় এক বছর আগে (২৩ মে, ২০২২) এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপর অবশ্য খেলা হয়েছেই মাত্র দুটি টেস্ট। এবার আবারও মিরপুরের মাঠে জ্বলে উঠলেন মুশফিক। আইরিশ বোলিংকে উইকেটের চারদিকে খেলে সেঞ্চুরি পূরণ করেন তিনি।

এবি