tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
টাইম ফোকাস প্রকাশনার সময়: ২১ এপ্রিল ২০২৩, ১৬:৪৬ পিএম

ইতিহাসের এই দিনে : ভারতের ফারাক্কা ব্যারেজ চালু


321

আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।


পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (২১ এপ্রিল) ৮ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। ২৯ রমজান ১৪৪৪ হিজিরী।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

৭৫৩ রোম নগরীর প্রতিষ্ঠা।

৮২৯ সেক্সশান এগবার্ট ব্রিটেনের প্রথম রাজা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।

১৫২৬ পানি পথের প্রথম যুদ্ধ।

১৯৫২ লন্ডন ও রোমের মধ্যে প্লেন চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট প্লেন চলাচল শুরু।

১৯৬২ আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু।

১৯৭৫ ভারতের ফারাক্কা ব্যারেজ চালু।

জন্মদিন :

১৮২৮ হিপোলালিটি টেইনি, প্রখ্যাত ফরাসী শিল্পী, সাহিত্যিক এবং ঐতিহাসিক।

১৮১৬ ইংরেজ ঔপন্যাসিক ও কবি শার্লট ব্রন্টে।

১৯৪৫ শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন, ভারতীয় ক্রিকেটার এবং আম্পায়ার।

১৯৬৬ সঙ্গীতশিল্পী ও সুরকার মাইকেল ফ্রান্টি।

মৃত্যুবার্ষিকী :

১৯১০ স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স ('মার্ক টোয়েইন) একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।

১৯৩৮ আল্লামা ইকবাল, পাকিস্তানের প্রখ্যাত কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ।

১৯৬৫ এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।

১৯৮৪ মোহাম্মদ মোদাব্বের, সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক।

২০১৩ শকুন্তলা দেবী, একজন ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর।

২০১৫ পূর্ণদাস বাউল, ভারতীয় বাঙালি বাউল গান শিল্পী।

২০১৫ - জানকীবল্লভ পট্টনায়ক, একজন রাজনীতিবিদ এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এন