tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২২ জুন ২০২৪, ১১:৩০ এএম

হজে রেকর্ড পরিমাণ তিউনিসিয়ানের মৃত্যু, মন্ত্রীকে বরখাস্ত


eid-journey2-20240622104700

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজে রেকর্ড পরিমাণ তিউনিসিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ ধর্মমন্ত্রী ব্রাহিম চাইবিকে বরখাস্ত করেছেন।


এ মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। শুক্রবার প্রেসিডেন্ট অফিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে ৪৯ তিউনিসিয়ার মৃত্যু হয়। সৌদি আরবে গত সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয় বলে জানা যায়।

এছাড়া হজ করতে গিয়ে দেশটির যেসব হাজি নিখোঁজ হয়েছেন তাদের খুঁজে বেরাচ্ছে পরিবার।

এবারের হজে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মিশরীদের। ৫৩০ মিশরীয় হজে মারা গেছেন। প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩১ জন।

এবারের হজে মক্কায় তাপমাত্রা ৫১ ডিগ্রি অতিক্রম করে।

প্রায় ২০ লাখ মানুষ মক্কায় হজ পালন করেন। গত শুক্রবার থেকে হজের কার্যক্রম শুরু হয়েছিল।

এনএইচ