এফএও’র সঙ্গে ৪ কারিগরি সহায়তা প্রকল্প চুক্তি স্বাক্ষর
Share on:
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সঙ্গে সহনশীল ও টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থার জন্য চারটি কারিগরি সহায়তা প্রকল্প চুক্তি স্বাক্ষর করা হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ চুক্তি স্বাক্ষর করে।
এসব প্রকল্প কৃষি ও পরিবেশ খাতে অবদান রাখবে এবং এ খাতগুলোর প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগণ ও প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার উন্নতিতে উল্লেখযোগ্যভাবে সহায়তা করবে।
ইআরডি সচিব শরিফা খান এবং বাংলাদেশে এফএও প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন প্রকল্প চুক্তিগুলোতে স্বাক্ষর করেন। চারটি প্রকল্পের মধ্যে তিনটি কৃষি মন্ত্রণালয় এবং একটি স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করবে।
বাংলাদেশ ১৯৭৩ সালে এফএও-এর সদস্য হওয়ার পর থেকে সংস্থাটি কৃষি (শস্য, মৎস্য ও পশুসম্পদ) এবং পরিবেশ খাতে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এফএও বাংলাদেশকে এ পর্যন্ত ৩৫০টি প্রকল্পে কারিগরি সহায়তা দিয়েছে
এমআই