tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১১ মে ২০২৩, ১৯:০৬ পিএম

ভারতকে টপকে শীর্ষ দুইয়ে পাকিস্তান


IND-PAK2023

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার ম্যাচ জিতে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে পাকিস্তান।


আইসিসির বার্ষিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে এখন শীর্ষ দুইয়ে পাকিস্তান।

বার্ষিক হালনাগাদের পর ১১৩ রেটিং পয়েন্ট থেকে ১১৮ হয়েছে অস্ট্রেলিয়ার। অপরদিকে পাকিস্তান ১১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং ভারত ১১৫ পয়েন্ট নিয়ে তিনে।

পাকিস্তানের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারলেও ১০৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড। আর ১০১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে ইংল্যান্ড। রেটিং পয়েন্ট ৯৭ নিয়ে বাংলাদেশের অবস্থান আগের মতোই সাত নম্বরে।

তবে বড় লাফ দিয়েছে আফগানিস্তান, পেছনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকে। আফগানদের পয়েন্ট ছিল ৭১, তারা এখন ৮৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে।

এন