tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৮ মার্চ ২০২২, ১৩:৩১ পিএম

চীনে ফের বাড়ছে করোনা সংক্রমণ


চীন

চীনের বিভিন্ন এলাকায় দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। ফলে প্রশ্ন উঠছে— শি জিন পিং সরকারের ‘কোভিড-শূন্য’ রণকৌশল নিয়ে। এ পরিস্থিতিতে রোববার (২৮ মার্চ) চীন তৃতীয় বৃহত্তম শহর সাংহাইয়ের অর্ধেক অঞ্চলজুড়ে জারি করেছে লকডাউন।


আগে থেকেই ‘জিরো কোভিড’নীতি নিয়ে চলা চীনের বেশিরভাগ শহরেই ইতোমধ্যে করোনা সংক্রান্ত নানা বিধিনিষেধ জারি হয়েছে।

সাংহাইয়ের স্থানীয় প্রশাসন রোববার রাতে জানিয়েছে, শহরজুড়ে গণপরীক্ষা শুরু হওয়ার সাংহাইয়ের অন্তর্গত পুডং আর্থিক জেলা এবং আশপাশের অঞ্চলগুলো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত লকডাউন জারি থাকবে।

দ্বিতীয় ধাপে, সাংহাইয়ে মাঝ দিয়ে বয়ে চলা হুয়াংপু নদীর পশ্চিমে বিস্তীর্ণ ঘনবসতিপূর্ণ ডাউনটাউন এলাকায় শুরু হবে পাঁচ দিনের লকডাউন।

প্রসঙ্গত রোববার সাংহাই শহরে মোট সাড়ে তিন হাজার জনের সংক্রমণের ঘটনা চিহ্নিত হয়েছে। এ পরিস্থিত সংক্রমণ ঠেকাতে আমেরিকার মোটরগাড়ি নির্মাতা সংস্থা টেসলাসহ বিভিন্ন সংস্থার কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

দুসপ্তাহ আগেই উত্তর-পূর্ব চীনের জিনিন প্রদেশকে পুরোপুরি বিচ্ছিন্ন করার কথা ঘোষিত হয়েছিল। সেই থেকে সেখানকার দুই কোটি ৪০ লাখ বাসিন্দা কার্যত গৃহবন্দি। বিবিসি।

এমআই