tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ১৩ অক্টোবর ২০২২, ২০:৪৬ পিএম

দেশে করোনায় আরও ১ মৃত্যু


Covid-19

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ মোট নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৯ জনে। একই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৪৫ জন।


বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮১টি করোনা পরীক্ষাগারে মোট চার হাজার ৯৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় মোট চার হাজার ৯৮৭টি নমুনা। এসব পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৪৫ জনের দেহে। এতে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ায় ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জনে। শতকরা হিসেবে ৮ দশমিক ৯২ ভাগ।

অপর দিকে মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ ভাগ। অপরদিকে সুস্থ হয়েছেন ৬৮৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৯ ভাগ। মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৭২ হাজার ৩৮৬ জনে। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে এক দশমিক ৪৫ ভাগ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

এন