পাবনায় ১৩ নেতাকর্মী গ্রেফতারে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পাবনা জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবদুল গাফ্ফার খানসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।
শনিবার (১২ আগস্ট) এবিষয়ে তিনি এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে মাওলানা এ টি এম মা’ছুম বলেন, ১২ আগস্ট সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবদুল গাফ্ফার খানসহ ১৩ নেতাকর্মীকে ফরিদপুর থানা পুলিশ বিনা কারণে গ্রেফতার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। কী কারণে তাদেরকে গ্রেফতার করা হলো, তা আমাদের বোধগম্য নয়। এই গ্রেফতার পুলিশের স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই নয়। আমি এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, সরকার ১৫ বছর ধরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর যে জুলুম-নির্যাতন চালাচ্ছে, তারই অংশ হিসেবে জামায়াতের এসব নিরীহ ও নির্দোষ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম ও নির্যাতন চালিয়ে অতীতে কোনো সরকারই ক্ষমতায় আঁকড়ে থাকতে পারেনি, তেমনি বর্তমান সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অধ্যাপক মাওলানা আবদুল গাফ্ফার খানসহ জামায়াতের গ্রেফতার সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
বিবৃতিতে মাওলানা মা’ছুম জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি