রুহুল আমি গাজী সাংবাদিকদের কল্যাণে নিবেদিত ছিলেন : শহিদুল ইসলাম
Share on:
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বলেছেন, সাহসী সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী সাংবাদিকদের কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আপোষহীন নেতৃত্ব সাংবাদিকতার জগতে দৃষ্টান্ত হয়ে থাকবে।
বুধবার (২৭ নভেম্বর) নেত্রকোনা সাংবাদিক কল্যাণ সংস্থা আয়োজিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেত্রকোনা প্রেসক্লাবের সদস্য সচিব গোলাম কিবরিয়া চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক দিলওয়ার খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, জামায়াতে ইসলামীর জেলা আমির সাদেক আহমদ হারিস, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালসহ প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, রুহুল আমিন গাজী সাংবাদিকদের রুটি রুজির সংগ্রামে সব সময়ই সোচ্চার ছিলেন। ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়নের নেতা হিসেবে তিনি সব সময়ই অগ্রভাবে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন।
১৮ মাস তিনি কারাবাস করেছেন। তাকে চিকিৎসার কোনো সুযোগ দেয়া হয়নি। তিনি বিনা চিকিৎসায় মারা গেছেন। সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, রুহুল আমিন গাজী মুক্তিযুদ্ধের ৯০ এর গণআন্দোলন ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন করে তিনি দেশ প্রেমের পরিচয় দিয়েছেন। তারমতো দেশ প্রেমিকের এখন বড়ই অভাব। যা পুরণ হবার নয়।
এফএইচ