tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ২২ অগাস্ট ২০২৩, ২০:১০ পিএম

ভর্তি জালিয়াতি : ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে রাবি থেকে বহিষ্কার


11

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তি হওয়া এক শিক্ষার্থীর ভর্তি বাতিল ও সহায়তাকারী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থী হলেন মো. আহসান হাবীব। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তি হন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. রাজু আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গন ও লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহিবুল মমিন সনেট।

এর মধ্যে রাজু আহমেদ রাবির শের-ই-বাংলা ফজলুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। আর মাহিবুল মমিন সনেট শহীদ হবিবুর রহমান হল ও শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গন শের-ই-বাংলা ফজলুল হক হল শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন। গত শনিবার (১৯ আগস্ট) ভর্তি জালিয়াতিতে যুক্ত থাকায় তাদেরকে দল থেকে স্থায়ী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ ঢাকা পোস্টকে বলেন, প্রক্সিকাণ্ডে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের নামে মামলা করা হয়েছে। অসদুপায়ে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় আহসান হাবীব নামের ওই শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। আর মামলার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ভর্তি জালিয়াতির বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণিত হলে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে বলে জানান তিনি।

এবি