নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার অঙ্গীকার এরদোগানের
Share on:
ফিলিস্তিনের অবরুদ্ধ রাফাহ শহরে ইসরাইলি সেনাবাহিনীর হামলা দেশটির আসল চেহারা উন্মোচিত করেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেই সঙ্গে নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার অঙ্গীকারও করেছেন তিনি।
তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এরদোগান সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বর্বর’ অভিহিত করে তাকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন। এ সময় তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীকে স্লোবোদান মিলোসেভিচ, রাডোভান কারাদজিক ও অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সপ্তাহান্তে রাফাহ শহরে ইসরাইলি হামলার সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, আন্তর্জাতিক আদালতের আদেশের পর রোববার রাফায় করা হামলা সন্ত্রাসী ইসরাইলের বিশ্বাসঘাতক এবং নিষ্ঠুর রূপই প্রকাশ করেছে।
এরদোগান বলেন, বিদ্বেষপূর্ণ নেতানিয়াহু এবং তার খুনি নেটওয়ার্ক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। আর তাই গণহত্যা চালিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে তারা।
নেতানিয়াহু যুদ্ধাপরাধীদের অনুকরণ করেন বলেও সমালোচনা করেছেন তুর্কি নেতা। তিনি বলেন, ‘নেতানিয়াহু সাবেক যুগোস্লাভিয়ার শক্তিশালী নেতা স্লোবোদান মিলোসেভিচ, গণহত্যার দায়ে দোষী বসনিয়ান হার্জেগোভিনার রাজনীতিবিদ রাডোভান কারাদজিক এবং প্রয়াত জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে অনুকরণ করছেন। তাদের মতো বিলাপ করা ছাড়া আরও কিছুই করতে পারবেন না তিনি।’
এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্ক ‘বর্বর অপরাধের জন্য ইসরাইলিদের বিচারের আওতায় আনতে যা যা করার দরকার তার সবকিছু করবে।’