সীতাকুণ্ডে আগুনে নিহত হওয়া পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের
Share on:
সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুই ব্যক্তির পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
নিহত দু‘জন হলেন সলিমপুর জালালাবাদের নিহত নওমুসলিম মোহাম্মদ ফরিদ (৩৩) এবং সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার মো: সামসুল আলমের (৬৫)।
তাদের পরিবারের কাছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর আমির জনাব মুহাম্মদ শাহজাহান এই আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় নিহতদের পরিবারের সদস্যদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং জামায়াতের পক্ষ থেকে সহায়তা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহায়তা প্রদানকালে মুহাম্মদ শাহজাহান বলেন, আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনাদের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য এসেছি। মানুষ মানুষের জন্য। জামায়াতে ইসলামী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সব বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। যতই দমনপীড়নের চেষ্টা করা হোক না কেন, জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সাধ্যমতো কাজ করে যাবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা রাজনীতি করে নেতা হতে চাই না, জনগণের সেবক হতে চাই। সব ধরনের অপশক্তির মোকাবিলা করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যেতে আমরা বদ্ধপরিকর।
তিনি নিহত মো: শামসুল আলমের কবর জিয়ারত করেন এবং নিহত সকলের শাহাদাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন। এছাড়া পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল পক্ষকে আহ্বান জানান।
আর্থিক সহায়তা দেয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম উত্তর জেলা প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার ছিদ্দীক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবুদ্দিন শিবলী, ইউনিয়ন আমির নুরুল ইসলাম ও সেক্রেটারি সেলিম জেহাদীসহ সংগঠনটির স্থানীয় নেতারা। প্রেস বিজ্ঞপ্তি
এমআই