ভারতের পার্লামেন্টে মুসলিম এমপিকে বলা হলো ‘সন্ত্রাসী-দালাল’
Share on:
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন আইনপ্রণেতা দেশটির পার্লামেন্টের ভেতরে অন্য এক মুসলিম এমপিকে উদ্দেশ্য করে ইসলামবিদ্বেষী মন্তব্য করেছেন।
এমনকি মুসলিম ওই এমপির বিরুদ্ধে সাম্প্রদায়িক অপবাদমূলক ভাষাও ব্যবহার করেছেন তিনি।
এদিকে মুসলিম এমপিকে উদ্দেশ্য করে করা ইসলামবিদ্বেষী মন্তব্যের ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ঐতিহাসিক চাঁদ মিশনের সাফল্যের বিষয়ে বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টে বিতর্ক চলাকালীন ক্ষমতাসীন বিজেপির আইনপ্রণেতা রমেশ বিধুরি মুসলিম এমপি কুনওয়ার দানিশ আলীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এমনকি দানিশ আলীকে ‘সন্ত্রাসী ও ‘দালাল’ বলেও আখ্যা দেন তিনি।
ভুক্তভোগী মুসলিম এমপি কুনওয়ার দানিশ আলী দেশটির বিরোধী দল বহুজন সমাজ পার্টির (বিএসপি) সদস্য। অন্যদিকে রমেশ বিধুরি ভারতের রাজধানী দক্ষিণ দিল্লির নির্বাচনী এলাকার সংসদ সদস্য।
পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় মুসলিম এমপি কুনওয়ার দানিশ আলীকে লক্ষ্য করে রমেশ বিধুরিকে বলতে শোনা যায়, ‘তুমি চরমপন্থি... আমি তোমাকে বলছি, তুমি খতনা করেছ।’