tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০২ মে ২০২২, ১২:৩৬ পিএম

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী


PM-2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভিডিও-বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার (১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়।


ভিডিও-বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাকে ও আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।’

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের প্রাক্কালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর।

শেখ হাসিনা বলেন, ‘ঈদ-উল-ফিতর মানেই খুশি ও আনন্দ, আসুন আমরা সবাই মিলে ঈদ-উল-ফিতরের আনন্দ  উপভোগ ও  ভাগাভাগি করি।

প্রধানমন্ত্রী ঈদ-উল-ফিতরের মহিমায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানান।

‘ভালো থাকুন এবং নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তা শেষ করেন।

প্রসঙ্গত, রবিবার বাংলাদেশের আকাশে ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার (৩ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এইচএন