tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২১ অগাস্ট ২০২৩, ২১:০২ পিএম

নেতা -কর্মীদের ওপর নির্যাতন চালিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে: এটিএম মাছুম


জামায়াত

বাগেরহাট জেলার কচুয়া থানা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম ও মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা জামায়াতের ৩ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২১ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।


বিবৃতিতে তিনি বলেন, ২০ আগস্ট সন্ধ্যা ৭টায় বাগেরহাট জেলার কচুয়া থানা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কারাগারে আটক জামায়াত কর্মী আরাফাতের বাড়ির খোঁজ-খবর নিতে এবং তার পরিবারের সদস্যদের সহমর্মিতা জানাতে যান। তখন একই এলাকার বাসিন্দা কচুয়া থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম মাওলানা রফিকুল ইসলামকে আটকিয়ে রেখে পুলিশে খবর দিলে পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ ২০ আগস্ট মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন এবং ময়মনসিহ জেলা থেকে গত দুই দিনে জামায়াতের ৫ জন নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। তাদেরকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযায় বাধা দেয়া হয়েছে। কয়েক শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। আমি স্বৈরাচারী জালেম সরকারের জুলুম-নির্যাতন এবং অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, সরকার গত ১৫ বছর যাবত জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর যে জুলুম, নির্যাতন চালিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে, তারই অংশ হিসেবে জামায়াত নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সরকার বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে ও ভয়ভীতি দেখিয়ে চলমান গণআন্দোলন দমন করতে চায়। অতীতে কোনো সরকারই মানুষের অধিকার আদায়ের আন্দোলন দমাতে পারেনি, বর্তমান জালেম সরকারও পারবে না। সরকারের জুলুম-নির্যাতন যত বাড়বে, গণআন্দোলন তত বেশি বেগবান হবে ইনশাআল্লাহ।

অবিলম্বে জুলুম-নির্যাতন, গ্রেফতার ও হয়রানি বন্ধ করে মাওলানা রফিকুল ইসলামসহ আটককৃত সকল জামায়াত নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানাচ্ছি।

এমবি