tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ১৫ জানুয়ারী ২০২২, ২২:০২ পিএম

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে সহযোগিতা করতে প্রস্তুত ভারত: বিক্রম দোরাইস্বামী


বিক্রম.jpg

বাংলাদেশের হলে ভারতীয় সিনেমা দেখানোর অনুরোধ জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এতে দুই দেশের চলচ্চিত্র শিল্প লাভবান হবে বলে জানান তিনি।


বাংলাদেশের হলে ভারতীয় সিনেমা দেখানোর অনুরোধ জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এতে দুই দেশের চলচ্চিত্র শিল্প লাভবান হবে বলে জানান তিনি।

শনিবার (১৫ জানুয়ারি) জাতীয় জাদুঘরে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন অনুষ্ঠানে এ অনুরোধ করেন তিনি।

দোরাইস্বামী বলেন, ভারত বাংলাদেশে যৌথ প্রযোজনায় প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালের বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ প্রায় শেষের দিকে।

এ ধরনের চলচ্চিত্র শুধু দুই দেশের জন্য নয় বিশ্বে বাজারের একটি দরজা খুলে দেবে। সামনের দিনে আমাদের সিনেমাও একে অন্যের দেশে দেখানো হবে।

এ সময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের যে কোনো ক্ষেত্রে ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

এইচএন