করোনায় মৃতের সংখ্যা প্রায় ৬০ লাখ
Share on:
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯৩ হাজার ৪৮ জনে।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বে মৃতের সংখ্যা ষাট লাখের কাছাকাছি পৌঁছেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯৩ হাজার ৪৮ জনে।
আর আক্রান্ত পৌঁছেছে ৪৪ কোটি ছয় লাখ ৪২ হাজার ৭৯৫ জনে। সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৩১ লাখ ২১ হাজার ১৫৫ জনে।
এদিকে, এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি সাত লাখ ৭০ হাজার ৬০৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৭৯ হাজার ৭২৫ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৯ লাখ ৪৫ হাজার ১৬০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১৪ হাজার ৪১৯ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ৪২ হাজার ১৬০ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৫০ হাজার ৫২ জনের।
আন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। মারা গেছেন আট হাজারেরও বেশি মানুষ।
এমআই