tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৩ অগাস্ট ২০২৪, ২১:০১ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান, থমথমে উত্তরা


image-833603-1722696922

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারসহ গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া উত্তরাজুড়ে সর্তক অবস্থান নিয়েছে বিজিবি। তবে রাস্তায় এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


শনিবার বেলা ১২টা ২৫ মিনিটের দিকে পাঁচটি গাড়িতে বিজিবি সদস্যরা সেখানে যান। এর আগে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

জানা গেছে, সারাদেশে শনিবার বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তরায় সর্তক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

‘শিক্ষার্থীদের বিক্ষোভ’ ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ এর আগে সকাল থেকে ৮নং সেক্টর বিএনএস সেন্টারের সামনে এবং বিপরীত পাশের সড়কে প্রায় শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে। এ সময় আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি) পুলিশের বেশ কয়েকটি গাড়ি দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মার্কেটের সামনে প্রধান সড়কের পাশে রাখা হয়েছে এপিসি। মার্কেটসহ আশপাশে অবস্থান করছেন পুলিশের সদস্যরা। মার্কেটের পেছনের সড়কগুলোতে রয়েছে উত্তরা পশ্চিম থানার বেশকিছু গাড়ি। সেগুলোতেও রয়েছেন পুলিশের সদস্যরা। সকালে ১১টা ১৫ মিনিটের দিকে উত্তরা বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন। এ সময় অস্ত্রসহ পুলিশ সদস্যদের সর্তক থাকতে দেখা যায়।

সকাল ১১ টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত উত্তরা পশ্চিম থানার ৭নং সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের ভেতরে ও চারপাশে প্রায় ১৫০ থেকে ২০০ জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তরা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছি।

এমএইচ