tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০১ জুলাই ২০২৩, ২০:৫৯ পিএম

জামায়াত সম্পর্কে অযৌক্তিক মন্তব্যের তীব্র নিন্দা


ATM Ma'sum

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জামায়াত সম্পর্কে যে সব অযৌক্তিক মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১ জুলাই এক বিবৃতি প্রদান করেন।


বিবৃতিতে তিনি বলেন, “সেতুমন্ত্রী জামায়াতকে বিএনপির বি-টিম বলে যে মন্তব্য করেছেন, তা অসত্য। জামায়াতে ইসলামী একটি বৃহৎ ইসলামী রাজনৈতিক দল। জামায়াত তার নিজস্ব রাজনৈতিক কর্মসূচি ও দলীয় আদর্শের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

জামায়াত কোনো দলের কোনো টিমের সদস্য নয়। সেতুমন্ত্রী আরো বলেছেন, বেগম খালেদা জিয়া অধ্যাপক গোলাম আযমকে নাগরিকত্ব দেন। সেতুমন্ত্রী হয়তো ভুলে গেছেন ১৯৯২ সালে অধ্যাপক গোলাম আযমকে বিএনপি সরকার গ্রেফতার করে।

অধ্যাপক গোলাম আযম দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক তাঁর নাগরিক অধিকার ফিরে পান।

তিনি বলেন, সেতুমন্ত্রী জামায়াতে ইসলামীকে বিষবৃক্ষে পরিণত হওয়ার যে কথা বলেছেন, তা একটি অর্থহীন বক্তব্য ছাড়া আর কিছু নয়। অনৈতিকতা, চরিত্রহীনতা ও দুর্নীতির সয়লাবে বিভিন্ন রাজনৈতিক দল যখন ভেসে বেড়াচ্ছে, তখন জামায়াতে ইসলামী একমাত্র রাজনৈতিক দল যা সততা, নৈতিকতা ও সৎ চারিত্রিক গুণাবলী নিয়ে বাংলাদেশের জনগণের মাঝে কাজ করে যাচ্ছে।

ফলে বাংলাদেশের জনগণ জামায়াতকে তাদের আস্থাভাজন দল হিসেবে গ্রহণ করেছে। জামায়াত কারো পৃষ্ঠপোষকতায় রাজনীতি করে না। জামায়াত একমাত্র আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রেখে জনগণের কল্যাণ সাধনে কাজ করে যাচ্ছে।

আমি মাননীয় সেতুমন্ত্রীকে তার অর্থহীন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

প্রেস বিজ্ঞপ্তি