tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৪, ১৮:৩৬ পিএম

রাহুল গান্ধীকে বহন করা হেলিকপ্টারে তল্লাশি


image-794886-1713184037

আগামী ১৯ এপ্রিল শুরু হতে যাচ্ছে ভারতের জাতীয় নির্বাচন। ১ জুন পর্যন্ত প্রায় ৬ সপ্তাহ ধরে চলবে এ কর্মযজ্ঞ। এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ভোট।


সেই উপলক্ষ্যে চলছে জোর নির্বাচনি প্রচার। দলের পক্ষে প্রচার চালাতে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী সোমবার হেলিকপ্টারে করে দক্ষিণের রাজ্য কেরালায় যান।

যেখানে তাকে বহনকারী হেলিকপ্টারে তল্লাশি অভিযান চালিয়েছেন নির্বাচনি কর্মকর্তারা। খবর এনডিটিভির।

ওই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আসন্ন লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনাডে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল। আগামী ২৬ এপ্রিল কেরালার ওই কেন্দ্রে নির্বাচন। সেই জন্যই সোমবার নির্বাচনি প্রচারে যান কংগ্রেস এমপি। সেখানে জনসভা ছাড়াও অনেক কর্মসূচি রয়েছে তার। কিন্তু ওয়ানাডে যাওয়ার পথেই তামিলনাড়ুর নীলগিরিতে নামে রাহুলের হেলিকপ্টার। পরে ফ্লাইং স্কোয়াডের কর্মকর্তারা যানটিতে তল্লাশি চালান।

দিল্লিতে বিজেপির সদরদপ্তরে ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে পাশে নিয়ে রোববার নিজ দল বিজেপির নির্বাচনি ইশতেহার প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনএইচ