উত্তরা পূর্ব আজমপুরের আবদুল করিম মোল্লা’র ইন্তেকাল, জামায়াতের শোক
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণখান পশ্চিম থানার রুকন, উত্তরা পূর্ব আজমপুর এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবদুল করিম মোল্লা গত রাত ২ টায় উত্তরা লুবানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন হৃদরোগসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর পূর্ব আজমপুর তার নিজ মহল্লার মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে স্থানীয় গণকবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আবদুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও দক্ষিণখান পশ্চিম থানার আমীর মুহাম্মদ জামাল উদ্দিন, শুরা সদস্য ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান ও আতাউর রহমান সরকার প্রমূখ।
জানাজা পূর্ব বক্তৃতায় ডা. শফিকুর রহমান বলেন, মরহুম আব্দুল করিম মোল্লা ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক। তিনি ছিলেন অতি উন্নত চরিত্রের অধিকারী ও তাকওয়াবান ব্যক্তি। তিনি মরহুম আব্দুল করিম মোল্লার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে বলেছেন। আর এর বিচ্যুতিকে শয়তানের পদাঙ্ক অনুসরণ হিসাবে উল্লেখ করা হয়েছে। মূলত, আমরা মরহুম আব্দুল করিম মোল্লার মত একই পথের অভিযাত্রী। তাই আমাদেরকেও সেই দিনের জন্য এমন প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে মহান রবের কাছে অনুগত বান্দা হয়ে ফিরে যেতে এবং চরম দুর্ভাগ্য ও জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তাওফিক দান করেন-আমীন!
মহানগরী উত্তর আমীরের শোক
আব্দুল করিম মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর বলেন, মরহুম আব্দুল করিম মোল্লা ছিলেন ইসলামী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। তিনি ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যে জীবনের শেষ দিন পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি তার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরকারে দোয়া করেন। মহানগরী আমীর মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।
এন