tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৯ এপ্রিল ২০২৪, ২০:০১ পিএম

সবার আগে যে দুটি দেশে আজ পালিত হচ্ছে ঈদ


eid-ul-fitr-20240409193715

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে গতকাল সোমবার (৮ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশগুলো রমজান মাস ৩০ দিন পূর্ণ করে কাল বুধবার ঈদ উদযাপন করবে।


তবে মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা না গেলেও আফ্রিকার দুই দেশ মালি ও নাইজারে গতকাল সোমবার পশ্চিম আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়। আর এ কারণে এ দুটি দেশে আজ মঙ্গলবারই ঈদ পালিত হচ্ছে। দেশগুলোর বাসিন্দারা ২৯টি রোজা রেখেছেন।

নাইজারের চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। দেশটির পাঁচটি রাজ্যে চাঁদ দেখা যায় বলে জানিয়েছে বিবিসি হাউসা।

অপরদিকে মালির ধর্মবিষয়ক মন্ত্রণালয় সোমবার চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানায়।

আফ্রিকার এ দুটি দেশে মঙ্গলবার ঈদ হলেও ওই অঞ্চলের অন্যান্য দেশগুলো কাল বুধবারই ঈদ পালন করবে।

শাওয়াল মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শেষ হয় মহিমান্বিত দেশ পবিত্র রমজান মাস। এরপর শুরু হয় খুশির ঈদ।

বাংলাদেশে আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। দেশের কোথাও চাঁদ দেখা গেলে কমিটির কাছে জানানোর আহ্বান জানানো হয়েছিল। তবে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয় গত ১২ মার্চ। সে হিসেবে আজ বাংলাদেশে রমজানের ২৯তম দিন ছিল। তবে এবার রমজান মাসটি ৩০ দিনেরই হয়েছে।

তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানে রোজা ২৯টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবারই চাঁদ দেখা যাবে। কারণ গতকালই চাঁদটির জন্ম হয়েছে।

সূত্র: বিবিসি হাউসা, ওসুন ডিফেন্ডার, ডেটলাইন, কম্পাসডটআইডি

এনএইচ