tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫২ পিএম

‘ইউক্রেন ও গাজা সংকট’ নিয়ে যা বললেন ট্রাম্প


Trump11-66e19edf4d0b9

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে চান যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে এক টেলিভিশন বিতর্কে তিনি বলেন, ‘আমি চাই যুদ্ধ থেমে যাক’।


এ সময় এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বর্তমান প্রশাসন ইউক্রেনের সংঘাত থামানোর কোনো প্রচেষ্টা চালাচ্ছে না। যদিও এ সংকটের দ্রুত সমাধান প্রয়োজন।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বলেন, যদি তিনি নির্বাচিত হন, তবে তার শপথ গ্রহণের আগেই ইউক্রেন সংঘাতের সমাধান করবেন।

ট্রাম্প দাবি করেন, ‘আমি ইউক্রেনের সংঘাত মিটিয়ে ফেলব, এমনকি প্রেসিডেন্ট হওয়ার আগেই’। এমনকি তিনি বিশ্বাস করেন যে, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন ও গাজা- একটা সংঘাতও ঘটতো না।

এ সময় গাজা সংকটের বিষয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তিনি ক্ষমতায় থাকতেন, তাহলে এ সংঘাতও শুরু হতো না। সূত্র: তাস নিউজ এজেন্সি

এনএইচ