tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ১৭ অগাস্ট ২০২২, ২১:৩৩ পিএম

এবার কমলো স্বর্ণের দাম


gold-20220817210739

টানা চার দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৮২ হাজার ৫৬ টাকা।


বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ভালো মানের স্বর্ণের পাশাপাশি সব ধরনের স্বর্ণের দাম কমেছে। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৬৯২ টাকা থেকে ২ হাজার ২৭৫ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।