tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২৩, ২১:৪৭ পিএম

চট্টগ্রামে মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


24296554-cb87-4916-895a-c8ed7255074a

চট্টগ্রামের ডবলমুরিং থানার ২৪নং ওয়ার্ড উত্তর আগ্রাবাদের দাইয়াপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেনর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান স্কোয়াড় চট্টগ্রাম।


সোমবার (১১ ডিসেম্বর ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দীন, জাহিদ আহাম্মাদ, মুক্তিযোদ্ধা সন্তান স্কোয়াড়ের যুগ্ম আহ্বায়ক আরাফাতুল মান্নান ঝিনুকসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এদেশকে যারা জীবনের বিনিময়ে যুদ্ধ করে স্বাধীন করেছেন সেই বীর মুক্তিযোদ্ধাকে স্বাধীন দেশে দিনেদুপুরে সন্ত্রাসী হামলার শিকার হতে হয় এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। আমরা এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই । যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, ততদিন আমরা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।

এর আগে ১০ নভেম্বর ঢাকার মিরপুর ১০ এ সাততারা মসজিদে জুমার নামাজ শেষে তালিমরত অবস্থায় সন্ত্রাসী হামলার শিকার হন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন।

সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা শওকত হোসেনকে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার আল হেলাল হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এমএইচ