tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২৪, ২১:৩৬ পিএম

ইরান যুদ্ধ চায় না : পেজেশকিয়ান


Pezeskian-66feaf20bf3d2

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না। ইরান এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়।


তিনি বলেন, যুদ্ধ হলে কোনো দেশই অগ্রগতি অর্জন করতে পারে না।

দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জুলাইয়ের শেষ দিকে দায়িত্ব গ্রহণের পর ইরানের প্রেসিডেন্ট তার তৃতীয় বিদেশ সফরে বুধবার সকালে সেখানে পৌঁছান।

সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধের পেছনে ছুটছে না, ইসরাইলই ইরানকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করছে।

তিনি ব্যাখ্যা করেন, ৩১ জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে ইসরাইলের হত্যার পর শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য ইরান সংযম দেখিয়েছে।

এসএম