tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৪ মে ২০২২, ১৩:১৫ পিএম

কুমিল্লার নাশকতা মামলা, স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া


KHALEDA-2022

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার ( ২৪ মে ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আদালতে ব্যারিস্টার কায়সার কামাল বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এ মামলায় খালেদা জিয়া জামিনে ছিলেন। আজ আদালত তাকে স্থায়ী জামিন দিয়েছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হয়রানির উদ্দেশে একের পর এক তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা করা হয়েছে। ন্যায়বিচার হলে এসব মামলা থেকে তিনি বেকসুর খালাস পাবেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরো ২০ জন। সেসব ঘটনায় দুটি মামলা করা হয়।

এইচএন