লিখতে গিয়ে হিমশিম প্রতিমন্ত্রীর, ভিডিও ভাইরাল
Share on:
একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে ঠিকভাবে একটি বাক্যও লিখতে পারলেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ধর জেলার ব্রহ্মকুণ্ডির একটি স্কুলে ঘটে যায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা।
ভারতের কেন্দ্রীয় সরকারের নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী তথা বিজেপি সংসদ সদস্য সাবিত্রী ঠাকুর সম্প্রতি ‘স্কুল চল অভিযান’ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ওই স্কুলে গিয়েছিলেন। সেখানে একটি সাদা বোর্ডে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান লিখতে গিয়ে কার্যত হিমশিম খেলেন সাবিত্রী ঠাকুর। সেই ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে সমালোচনায় মুখর বিরোধীরা।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, দেবনাগরী ভাষায় ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ বাক্যটি লিখতে গিয়ে ‘বেটি পড়াও বাঁচাও’ লেখেন কন্দ্রীয় মন্ত্রী সাবিত্রী ঠাকুর। সেই সময় মন্ত্রীর এহেন কাণ্ড দেখে অস্বস্তিতে পড়ে যান অনুষ্ঠানে উপস্থিত বাকি কর্মকর্তারা।
এমন কাণ্ডে মন্ত্রী সাবিত্রী ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেকে মিশ্র সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক। একজন দায়িত্বপূর্ণ মন্ত্রী নিজের মাতৃভাষায় লিখতে পারছেন না। এরা কীভাবে আগামীতে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে’।
এদিকে সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীর ওই ভিডিও দেখে নানান প্রশ্ন তুলেছেন নেটিজেনরাও।
ये केंद्रीय महिला एवं बाल विकास राज्यमंत्री सावित्री ठाकुर हैं जिले में शिक्षा जागरूकता रथ पर उन्हें ‘बेटी बचाओ बेटी पढ़ाओ’ का स्लोगन लिखना था लेकिन, मंत्रीजी ने लिखा- "बेढी पडाओ बच्चाव" शपथ-पत्र के मुताबिक वे 12वीं पास हैं ये टीप उनके नहीं बल्कि देश के "शैक्षणिक स्तर" पर है pic.twitter.com/v66qM05Uyc
— Anurag Dwary (@Anurag_Dwary) June 19, 2024
প্রসঙ্গত, নির্বাচনি হলফনামায় সাবিত্রী ঠাকুর জানিয়েছিলেন যে, তার শিক্ষাগত যোগ্যতা- দ্বাদশ উত্তীর্ণ। তবে ওই ঘটনার পর এখন কংগ্রেস এবং বিরোধীরা প্রশ্ন তুলেছে, কীভাবে একজন দ্বাদশ পাস ব্যক্তিকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে বসানো হলো?
অন্যদিকে এই ঘটনায় কংগ্রেসকে পালটা ‘আদিবাসী বিরোধী’ আখ্যা দিয়ে পালটা আক্রমণ করেছে বিজেপি। দলটির ধর জেলা সভাপতি মনোজ সোমানি বলেন, ‘সাবিত্রীজির মন একেবারে খাঁটি। কিন্তু কংগ্রেসিরা তার অনুভূতি দেখতে পারছে না। একজন আদিবাসী নারীকে অপমান করছে তারা। এটা গোটা সম্প্রদায়ের অপমান। আদিবাসীরা তা ক্ষমা করবে না’।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।
এনএইচ