tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
টাইম ফোকাস প্রকাশনার সময়: ০৫ জুন ২০২২, ১২:৫০ পিএম

ইতিহাসের এই দিনে


socrates-Mutasim Billah-2022

আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।


আজ রোববার (৫ জুন) ২০২২, ২২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ৪ জ্বিলকদ ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী :

১৫০৭ ইংল্যান্ড ও নেদারল্যান্ডস এর মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন।

১৬৬১ আইজ্যাক নিউটন কেমব্রিজের টিনিটি কলেজে ভর্তি হন।

১৭৮৩ ফ্রান্সে জনসমক্ষে প্রথম বাষ্পচালিত বেলুন উড়িয়ে দেখান মন্টগলফারায় ভাইয়েরা।

১৮০৬ লুই বোনাপাত হলান্ডের রাজা নিযুক্ত।

১৮৪৯ ডেনমার্কে রাজতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি পায়।

১৮৭০ তুরস্কের কনস্টান্টিনোপল শহরের অধিকাংশই আগুনে পুড়ে যায়।

১৯১৫ ডেনমার্কে নারীদের ভোটাধিকার প্রদান।

১৯১৬ তুর্কিদের বিরুদ্ধে আরব বিপ্লব শুরু হয়।

১৯২৬ তুরস্কে সর্বশেষ জানেসারি বিপ্লবের সূচনা।

১৯৪০ প্রথম রাবারের টায়ার প্রদর্শিত হয়।

১৯৬৭ দখলদার ইসরাইল ও আরব দেশগুলির মধ্যে তৃতীয় যুদ্ধের সূচনা হয়।

১৯৭২ সুইডেনের রাজধানী স্টকহোমে পরিবেশ বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৭২ স্টকহোম বৈঠকে প্রতিবছর এই দিনে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়।

১৯৭৫ কমন মার্কেট থাকা না থাকা নিয়ে ব্রিটেনের ইতিহাসে সর্বপ্রথম গণভোট। অধিকাংশ ভোট কমন মার্কেট থাকার পক্ষে পড়ে।

১৯৭৬ আট বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় খুলে দেওয়া হয়।

১৯৮৩ অমৃতস্বর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলা। উগ্রপন্থী ৬’শ হিন্দু নিহত।

১৯৯৭ আলজেরিয়ায় প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৬ বিজিবি’র প্রথম নারী সদস্যদের পথচলা শুরু।

জন্মদিন :

৪৭০ খ্রীষ্টপূর্ব সক্রেটিস গ্রিক দার্শনিক (মৃত্যু ৩৯৯ খ্রীষ্টপূর্ব)। এই মহান দার্শনিকের সম্পর্কে তথ্য লিখিতভাবে পাওয়া যায় কেবলমাত্র তাঁর শিষ্য প্লেটোর ডায়ালগ এবং সৈনিক জেনোফনের রচনা থেকে। তৎকালীন শাসকদের কোপানলে পড়ে তাঁকে হেমলক বিষ পানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে পশ্চিমি দর্শনের ভিত্তি স্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়। তিনি এমন এক দার্শনিক চিন্তাধারার জন্ম দিয়েছেন যা দীর্ঘ ২০০০ বছর ধরে পাশ্চাত্য সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। সক্রেটিস ছিলেন এক মহান সাধারণ শিক্ষক, যিনি কেবল শিষ্য গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রদানে বিশ্বাসী ছিলেন না। তার কোনো নির্দিষ্ট শিক্ষায়তন ছিলনা। যেখানেই যাকে পেতেন তাকেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন।

১৭২৩ বিখ্যাত অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ।

১৭৭০ তুরস্কের সুলতান দ্বিতীয় মুস্তফা।

১৯৫৪ আমেরিকান অভিনেত্রী ন্যান্সি স্টাফোর্ড।

১৯৭১ আমেরিকান অভিনেতা মার্ক ওয়ালবার্গ।

মৃত্যুবার্ষিকী :

৮৪২ আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহ। আবু ইসহাক মুহাম্মদ ইবনে হারুনুর রশিদ (আরবি: أبو إسحاق عباس بن هارون الرشيد‎‎; ৭৯৬ –৫ জানুয়ারি ৮৪২) (আল মুতাসিম বিল্লাহ নামে বেশি পরিচিত) ছিলেন ৮ম আব্বাসীয় খলিফা।

৮৩৩ সাল থেকে ৮৪২ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি শাসন করেন। তিনি তার সৎভাই আল মামুনের উত্তরসুরি হন। আল মামুনের অধীনে তিনি সামরিক কমান্ডার ও গভর্নর ছিলেন। তার আমলে তুর্কি দাস সৈনিকদের সূচনা হয়। তাদের জন্য সামারায় নতুন রাজধানী স্থাপন করা হয়। পরবর্তীতে তুর্কিরা দ্রুত আব্বাসীয় সরকারে প্রভাবশালী হয়ে উঠে।

তিনি তার পূর্বসূরি আল মামুনের মত মুতাজিলাদের প্রতি সমর্থন অব্যাহত রাখেন। এসময় প্রশাসনের কেন্দ্রীকরণ, আঞ্চলিক গভর্নরদের ক্ষমতা হ্রাস করা হয়। আল মুতাসিমের শাসনে বেশ কিছু অভ্যন্তরীণ যুদ্ধ সংঘটিত হয়। তিনি ৮৪২ সালে মৃত্যুবরণ করেন।

১২৫৯ জাপানের সম্রাট সানজোর।

১৩১৬ ফ্রান্সের রাজা দশম লুই।

১৯১০ ও হেনরি, প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার।

১৯৬৮ আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট কেনেডি।

২০০৪ রোনাল্ড রেগান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।

দিবস

বিশ্ব পরিবেশ দিবস

এইচএন