এশিয়া কাপ শেষ নাসিমের
Share on:
শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত শঙ্কাই হলো সত্য। এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন তরুণ পাকিস্তানি পেসার নাসিম শাহ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কাঁধের ইনজুরিতে এশিয়া কাপ মিশন শেষ।
সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের সময় কাঁধে চোট পেয়েছিলেন ডানহাতি এই পেসার। চোট খুব একটা গুরুতর নয়, কিন্তু তারপরও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না পিসিবি। যে কারণে আপাতত তাকে বিশ্রামে রাখতে চায় পিসিবি।
পিসিবি জানায়, নাসিম আমাদের মেডিক্যাল ইউনিটের পর্যবেক্ষণে রয়েছে। আময়ার বিশ্বকাপের কারণে ওকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছি না। তার শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।
ডানহাতি এই পেসারের বদলে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট দলে ভিড়িয়েছে জামান খানকে।
এদিকে ফাইনাল নিশ্চিতের ম্যাচে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পাকিস্তান মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে যে জিতবে সেই দলই ভারতের সঙ্গে খেলবে এশিয়া কাপের ফাইনালে।
এবি