tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০৪ জানুয়ারী ২০২৪, ০১:৫০ এএম

স্কুলে নিয়োগের নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ


IMG-20240110-WA0001

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কুটিপাড়া চেংমারী উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্য ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে যাওয়ার পরই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে যাওয়ার পরই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে যাওয়ার পরই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে যাওয়ার পরই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে যাওয়ার পরই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী এনামুল হক।

ভুক্তভোগী এনামুল হক ও স্থানীয়রা জানান, মাধ্যমিক শিক্ষা অফিসারকে অর্থের বিনিময়ে ওরা ম্যানেজ করে ফেলেছে। আমরা সুষ্ঠু তদন্ত নিয়ে সন্দিহান। শিক্ষা অফিসার এসে আমাদের কোন কথা না শুনে ওদের পক্ষে কথা বলেছে। শিক্ষা অফিসার ওদের পক্ষ নেয়ায় আজ তদন্তের পরপরই আমাদের উপর হামলার ঘটনা ঘটেছে।

অভিযোগসূত্রে জানা যায়,ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এনামুল হক তার মেয়েকে আয়া পোস্টে নিয়োগের জন্য আবেদন করলে স্কুলের প্রধান শিক্ষক ত্রৈলক্য চন্দ্রের পরামর্শ অনুযায়ী ম্যানেজিং কমিটির বর্তমান সদস্য মো. মহুবুল ইসলাম ও মো. আসাদুল ইসলামের সাথে যোগাযোগ করলে আয়া পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে অর্থ দাবী করে। ইজিবাইক চালক এনামুল হক জমি বিক্রি করে ১৯ অক্টোবর টাকা প্রদান করে। পরবর্তীতে আরো অধিক টাকার অফার পাওয়ায় কৌশলে এনামুল হকের কন্যা হাজেরা খাতুনকে বাদ দিয়ে ম্যানেজিং কমিটির সদস্য মো. ভূট্টু মিয়ার মেয়ে আরেফিনা ওরফে ফুলজাহানকে আয়া পোস্টে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করে। একই সাথে অফিস সহায়ক পদে আমিনুর ইসলামের ছেলে সাজেদুল ইসলাম বাবু ও পরিচ্ছন্নতাকর্মী পদে মো. সোলে মিয়ার স্ত্রী মোছা. মুক্তা বেগমকে অর্থের বিনিময়ে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করে। এবিষয়ে ভুক্তভোগী বাদি হয়ে রংপুর জেলা প্রশাসক, ইউএনও, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় বরাবর অভিযোগ দায়ের করে। অভিযোগের পরই ওই প্রতিষ্ঠানের নিয়োগ সাময়িক সময়ের জন্য স্থগিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

কুটিপাড়া চেংমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রৈলক্য চন্দ্র জানান, ইউএনওকে লিখিত অভিযোগ দেয়ার প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে। ওই প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব অপারেটর পদে ১ জন, অফিস সহায়ক পদে ১ জন,পরিচ্ছন্নতাকর্মী ১ জন ও আয়াপদে ১ জন। ৪ টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী আবেদন করেছে। টাকার লেনদেনটি জমি সংক্রান্ত বিষয়। নিয়োগের সঙ্গে এর কোন সম্পর্ক নয় বলে শুনেছি।

এ বিষয়ে কথা বলতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এনএইচ