tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২২, ১৯:৫১ পিএম

যুগপৎ আন্দোলন নিয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির বৈঠক


000

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও এর অধীনে আগামী নির্বাচন করার দাবিতে যুগপৎ আন্দোলনের রূপরেখা তৈরি করতে গণতন্ত্র মঞ্চের সাথে সংলাপে বসেন।


মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংলাপ শুরু হয়।

চলতি বছরের ৮ আগস্ট ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের লক্ষ্যে সাতটি বিরোধী দলের নতুন প্লাটফর্ম ‘গণতন্ত্র মঞ্চ’ গঠিত হয়।

জোটটির শরীক দলগুলো হচ্ছে- জাতীয় সমাজতান্ত্রিক দল (রব), নাগরিক ঐক্য, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

গণতন্ত্র মঞ্চ গঠনের পর এটাই বিএনপির সাথে তাদের প্রথম বৈঠক।

ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য জাতীয় ঐক্য গড়তে বিএনপির দ্বিতীয় পর্বের সংলাপের অংশ হিসেবে মির্জা ফখরুল বিরোধী দলগুলোর সাথে বসেন।

পরিকল্পিত যুগপৎ আন্দোলনের দাবিগুলো চূড়ান্ত করতে এ বছরের ২ অক্টোবর দ্বিতীয় দফা সংলাপ শুরু করে বিএনপি।

এর আগে, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করার রূপরেখা তৈরি করতে ২৪ মে থেকে শুরু হওয়া সংলাপের প্রথম পর্বে বিএনপি ২৩টি দলের সাথে আলোচনা করেছিল। সূত্র : ইউএনবি।

এন