tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২০ মে ২০২২, ১০:০৬ এএম

সরকার কোরআন-সুন্নাহর জ্ঞান প্রচারে ভূমিকা রেখে যাবে : আইনমন্ত্রী


Law Minister-2022

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আওয়ামী লীগ সরকার আলেমদের মর্যাদা রক্ষা করবে। এছাড়া সরকার কোরআন-সুন্নাহর জ্ঞান আহরণ এবং প্রচারে ভূমিকা রেখে যাবে।


বৃহস্পতিবার (১৯ মে) রাতে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা এবং জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সব মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তাদের ধর্মীয় অধিকার দিয়েছেন দেশের সব ধরনের মানুষের সর্বোচ্চ সুবিধা নিয়ে তাদের ধর্মীয় অধিকার ভোগ করছেন। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্প্রদায় সম্প্রীতির দেশের সুনাম নিয়ে গর্ববোধ করছে।

তিনি ধর্ম প্রচারে বঙ্গবন্ধুর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু আলেমদের ও কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন এবং তার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানমন্ত্রীও তার পিতার আদর্শ অনুসরণ করে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

জাতীয় মসজিদ বাইতুল মুকাররম খতিব আল্লামা মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ।

এইচএন