tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯ পিএম

টাঙ্গাইল-৭ উপনির্বাচন, কে পাচ্ছেন নৌকার টিকিট ?


টাংগাইল-৭.jpg

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) মো. একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনে এমপি পদে কে পাচ্ছেন নৌকার টিকিট তা নিয়ে জোর আলোচনা চলছে।


টাঙ্গাইল-৭ (মির্জাপুর) মো. একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনে এমপি পদে কে পাচ্ছেন নৌকার টিকিট তা নিয়ে জোর আলোচনা চলছে।

নৌকার টিকিট পেতে প্রয়াত এমপির স্ত্রী-পুত্রসহ ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ১ ডিসেম্বর উৎসব মুখর পরিবেশে তারা দলীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন-

মীর শরীফ মাহমুদ,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি

মেজর (অব.) খন্দকার এ হাফিজ,

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদক

খান আহমেদ শুভ,

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক

সৈয়দ ওয়াহিদ ইকবাল,

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

মো. রাফিউর রহমান খান ইউসুফজাই সানি,

ইবিএস গ্রুপের পরিচালক ও মধুমতি ব্যাংকের পরিচালক

ব্যারিস্টার মো. তাহরীম হোসেন সীমান্ত,

প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের ছেলে ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক

ঝরনা হোসেন,

প্রয়াত এমপি একাব্বর হোসেনের সহধর্মীনি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য

মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব, এবং

সাংগঠনিক সম্পাদক

খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল।

জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের ৪ বারের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন অসুস্থ জনিত কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২০ ডিসেম্বর বাছাই, ২৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ জানুয়ারি ভোট গ্রহণ। ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

মীর সিয়াম/এইচএন